Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলায় সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দৈনিক প্রতিকন্ঠ নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে থানার পেছনের হাই স্কুলের পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল। এর আগে, গত বৃহস্পতিবার রাতে থানায় এসআইএর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন এই যুবক।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা।

তিনি বলেন, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি টিমসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কার্যক্রম শুরু করি। উদ্ধার কাজ শুরু করার ৪০ মিনিটের মাথায় ওই যুবকের মরদেহ পেতে সক্ষম হয়

এসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যুবককে সাভাবিক অবস্থায় পেয়েছি। বিস্তারিত পুলিশ বলতে পারবে। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এই যুবক। একইসঙ্গে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে হামলার পরপরই ওই ব্যক্তি থানার পেছনে থাকা সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে গভীর রাত পর্যন্ত ওই পুকুর এবং আশাপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কী উদ্দেশে এএসআইয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। অজ্ঞাত যুবকের পরিচয়ও সনাক্ত করা যায়নি।

Tag :
জনপ্রিয়

*”ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এ গাইবান্ধার গৌরব মো: শাহাদৎ হোসেন ৫ম স্থান অধিকার করেছেন* *দৈনিক প্রতিকন্ঠ প্রতিনিধি:*শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি এবং সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য দেশের ১২ জন প্রতিশ্রুতিশীল তরুণকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া, পুলবন্দি গ্রামের কৃতিসন্তান *জনাব মো: শাহাদৎ হোসেন* চূড়ান্ত তালিকায় *৫ম স্থান* অর্জন করেছেন। তাঁর *এনআইডি নম্বর: ১৪৭৭৬৮৪৩৩৪*।তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অর্জন গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের জন্য গর্বের। স্থানীয় পর্যায়ে তরুণদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তি।এই প্রাপ্তির জন্য *মো: শাহাদৎ হোসেন*-কে *দৈনিক প্রতিকন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।* (প্রতিবেদক: দৈনিক প্রতিকন্ঠ)

*”ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এ গাইবান্ধার গৌরব মো: শাহাদৎ হোসেন ৫ম স্থান অধিকার করেছেন* *দৈনিক প্রতিকন্ঠ প্রতিনিধি:*শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি এবং সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য দেশের ১২ জন প্রতিশ্রুতিশীল তরুণকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া, পুলবন্দি গ্রামের কৃতিসন্তান *জনাব মো: শাহাদৎ হোসেন* চূড়ান্ত তালিকায় *৫ম স্থান* অর্জন করেছেন। তাঁর *এনআইডি নম্বর: ১৪৭৭৬৮৪৩৩৪*।তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অর্জন গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের জন্য গর্বের। স্থানীয় পর্যায়ে তরুণদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তি।এই প্রাপ্তির জন্য *মো: শাহাদৎ হোসেন*-কে *দৈনিক প্রতিকন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।* (প্রতিবেদক: দৈনিক প্রতিকন্ঠ)

গাইবান্ধা জেলায় সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Update Time : ০১:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

দৈনিক প্রতিকন্ঠ নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে থানার পেছনের হাই স্কুলের পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল। এর আগে, গত বৃহস্পতিবার রাতে থানায় এসআইএর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন এই যুবক।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা।

তিনি বলেন, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি টিমসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কার্যক্রম শুরু করি। উদ্ধার কাজ শুরু করার ৪০ মিনিটের মাথায় ওই যুবকের মরদেহ পেতে সক্ষম হয়

এসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যুবককে সাভাবিক অবস্থায় পেয়েছি। বিস্তারিত পুলিশ বলতে পারবে। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এই যুবক। একইসঙ্গে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে হামলার পরপরই ওই ব্যক্তি থানার পেছনে থাকা সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে গভীর রাত পর্যন্ত ওই পুকুর এবং আশাপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কী উদ্দেশে এএসআইয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। অজ্ঞাত যুবকের পরিচয়ও সনাক্ত করা যায়নি।