Dhaka ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহানুর রহমান নয়ন

তৃণমূল রাজনীতির এক পরীক্ষিত কর্মী,
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
ভোট দিন, সংগঠনকে শক্তিশালী করুন।
আপনার একটি ভোট, গড়ে তুলবে দক্ষ নেতৃত্ব।
সঙ্গে থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন।

সহযোগিতা ও দোয়া কামনায় — মোঃ সোহানুর রহমান নয়ন
(প্রার্থী, সাংগঠনিক সম্পাদক)
৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপি, গাইবান্ধা।

Tag :
জনপ্রিয়

*”ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এ গাইবান্ধার গৌরব মো: শাহাদৎ হোসেন ৫ম স্থান অধিকার করেছেন* *দৈনিক প্রতিকন্ঠ প্রতিনিধি:*শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি এবং সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য দেশের ১২ জন প্রতিশ্রুতিশীল তরুণকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া, পুলবন্দি গ্রামের কৃতিসন্তান *জনাব মো: শাহাদৎ হোসেন* চূড়ান্ত তালিকায় *৫ম স্থান* অর্জন করেছেন। তাঁর *এনআইডি নম্বর: ১৪৭৭৬৮৪৩৩৪*।তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অর্জন গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের জন্য গর্বের। স্থানীয় পর্যায়ে তরুণদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তি।এই প্রাপ্তির জন্য *মো: শাহাদৎ হোসেন*-কে *দৈনিক প্রতিকন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।* (প্রতিবেদক: দৈনিক প্রতিকন্ঠ)

*”ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এ গাইবান্ধার গৌরব মো: শাহাদৎ হোসেন ৫ম স্থান অধিকার করেছেন* *দৈনিক প্রতিকন্ঠ প্রতিনিধি:*শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি এবং সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য দেশের ১২ জন প্রতিশ্রুতিশীল তরুণকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া, পুলবন্দি গ্রামের কৃতিসন্তান *জনাব মো: শাহাদৎ হোসেন* চূড়ান্ত তালিকায় *৫ম স্থান* অর্জন করেছেন। তাঁর *এনআইডি নম্বর: ১৪৭৭৬৮৪৩৩৪*।তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অর্জন গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের জন্য গর্বের। স্থানীয় পর্যায়ে তরুণদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তি।এই প্রাপ্তির জন্য *মো: শাহাদৎ হোসেন*-কে *দৈনিক প্রতিকন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।* (প্রতিবেদক: দৈনিক প্রতিকন্ঠ)

৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহানুর রহমান নয়ন

Update Time : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

তৃণমূল রাজনীতির এক পরীক্ষিত কর্মী,
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
ভোট দিন, সংগঠনকে শক্তিশালী করুন।
আপনার একটি ভোট, গড়ে তুলবে দক্ষ নেতৃত্ব।
সঙ্গে থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন।

সহযোগিতা ও দোয়া কামনায় — মোঃ সোহানুর রহমান নয়ন
(প্রার্থী, সাংগঠনিক সম্পাদক)
৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপি, গাইবান্ধা।